বার্তা
বামনা উপজেলা বাংলাদেশের দক্ষিণে বরগুনা জেলার একটি প্রত্যন্ত ও ছোট উপজেলা। বিষখালী নদী বামনার প্রাণ। এখানে জন্মেছেন অনেক বিখ্যাত মানুষ। এখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন মিলেমিশে বসবাস করে আসছেন সুদুর অতীতকাল থেকে। একইসাথে এই উপজেলার মানুষ সুস্থ্য সংস্কৃতির চর্চাকরে আসছেন। এখানকার মানুষের জীবনযাত্রার মান তত উন্নত না হলেও অধিকাংশই শিক্ষিত। অধিবাসিদের বেশির ভাগই মৎস্য ও কৃষিজীবী। এটি একটি দুর্যোগ প্রবন এলাকা। সিডর, আইলা,মহাসেন দরিদ্র ক্লিষ্ট মানুষগুলোর স্বপ্ন চুরমার করে দেয় প্রায়শই। তারপরও নতুন আশা নতুন উদ্দীপনা বুকে নিয়ে আবার বেঁচে থাকার তাগিদে বিষখালী নদী কিংবা সমুদ্রে জাল ফেলে।
কিছু প্রতিকুলতা সত্বেও তথ্য প্রযুক্তির ব্যবহারকে এখানকার মানুষ স্বাগত জানিয়েছে। সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জনগনের দোরগোড়া তথা হাতের মুঠোয় সরকারী বেসরকারী সেবা দ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে এ উপজেলার রয়েছে অপার সম্ভাবনা।
ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে ও সকলের আন্তরিক সহযোগিতা পেলে এ উপজেলাকে একটি উন্নত মডেল উপজেলা হিসেবে রূপান্তর করা খুব দ্রুতই সম্ভব। আমি সকলের সহযোগিতা কামনা করি।
উপজেলা নির্বাহীঅফিসার
বামনা,বরগুনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস