বাংলাদেশ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল। এদের বেশির ভাগ দারিদ্র সীমার নিচেয় বাস করে। আর সাধারণ জনগণ অক্ষর জ্ঞানহীন হওয়ায় তারা প্রকৃত সেবা থেকে বঞ্চিত। তারই প্রেক্ষাপটে এই ওয়েবর্পোটাল প্রণয়ন করা হয়েছে। এখন আপনার কোন জিজ্ঞাসা থাকলে তা সহজেই এখান থেকে পূরণ করতে পারবেন। এর মাধ্যমে স্বচ্ছতা আনয়ন করা যাবে। ত্ছাড়া সরকারি ও আধা সরকারি অফিস গুলোর মধ্যে এক প্রকারের সেতু বন্ধ তৈরি করা যাবে।